সর্বশেষ সংবাদ
স্পোর্টস
আঙুলের চোট নিয়েই খেলছিলেন এশিয়া কাপ। ব্যথানাশক নিয়ে সামলে নিচ্ছিলেন নিজেকে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে আঙুলের এমন অবস্থা যে ব্যাটই ধরতে পারছেন না। ফাইনালের ওঠার ম্যাচে তাই সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। আগের ম্যাচের একাদশ থেকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে পরিবর্তন তিনটি। তবে সবচেয়ে বড় খবর সাকিবের না থাকা। বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ জানালেন, অনেক চেষ্টা করা হলেও খেলার মতো অবস্থায় নেই সাকিব। ওর যে আঙুলে সমস্যা, সেটি এখন অনেক ফুলে গেছে। বাড়তি যে হাড়ের কারণে সমস্যা হচ্ছিল, সেটি আরও বেড়েছে। অনেক লিকুইড জমা হয়েছে। ব্যাটই ধরতে পারছে না এখন। সাকিব না থাকা সবসময়ই দলের জন্য বড় ধাক্কা। দলের সমন্বয়ে গড়বড় হয় যথেষ্টই। এবার যেমন তার জায়গায় একাদশে নেওয়া হয়েছে মুমিনুল হককে। একাদশে তাই একজন বিশেষজ্ঞ স্পিনার কম থেকে যাচ্ছে। গতকাল বুধবার আবু ধাবিতে বাংলাদেশ ও পাকিস্তানের এই ম্যাচের জয়ী দল আগামীকাল শুক্রবার ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে দুবাইয়ে।