ঢাকা   ২০ জুলাই ২০১৯ | ৫ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  দিনাজপুরে বিপৎসীমার কাছাকাছি ৩ নদীর পানি (জেলার খবর)         সিরাজগঞ্জে বিপৎসীমার ওপরে যমুনার পানি (জেলার খবর)        এরশাদের প্রতি দলীয় নেতাকর্মীদের শেষ শ্রদ্ধা (জাতীয়)        সংসদ প্রাঙ্গনে এরশাদের জানাজায় রাষ্ট্রপতি (জাতীয়)        ভালো শিক্ষকদের ক্লাস সম্প্রচারে টিভি চ্যানেল খোলার চিন্তা: শিক্ষামন্ত্রী (শিক্ষা)        পরিকল্পিত শিল্প এলাকার বাইরে বিদ্যুৎ-গ্যাস সংযোগ নয়: প্রতিমন্ত্রী (জাতীয়)        রাজস্ব বাড়াতে জেলা-উপজেলায় কমিটি চান ডিসিরা (জাতীয়)        শেষ হলো পদ্মা সেতুর পাইল বসানোর কাজ (জাতীয়)        বৃষ্টি ঝরবে আরো দু’তিন দিন (জাতীয়)        সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি লাখো মানুষ (জেলার খবর)      

মেয়র নাছিরের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে প্রকৌশলীর প্রত্যাহার দাবি

Logo Missing
প্রকাশিত: 07:27:46 pm, 2019-04-03 |  দেখা হয়েছে: 4 বার।

আজ ডেক্সঃ মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে ‘অশোভন আচরণ’ করার অভিযোগে গৃহায়ণ কর্তৃপক্ষের প্রকৌশলী আশ্রাফুজ্জামন পলাশকে প্রত্যাহারের দাবিতে সড়ক বন্ধ করে মানববন্ধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদাররা। গতকাল বুধবার সকাল ১০টা থেকে এক ঘণ্টা চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি থেকে আগামি তিন দিন ওয়ার্ড কার্যালয়গুলোতে কর্মবিরতি পালনেরও ঘোষণা দিয়েছেন কাউন্সিলররা। চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, ঠিকাদার সমিতি, প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মীসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, বৃহস্পতি, শুক্র ও শনিবার ওয়ার্ড কাউন্সিলররা এ ঘটনার প্রতিবাদে ওয়ার্ড কার্যালয়ে যাবেন না। এ তিনদিন ওয়ার্ড অফিস বন্ধ থাকবে। এর মধ্যে বিচার না হলে রোববার কাউন্সিলররা বসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী যিশু বলেন, মেয়রের সাথে অশোভন আচরণকারী ওই প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। নগরীর একটি সড়কের পাশে নালা নির্মাণ নিয়ে বিরেধের জেরে সিটি মেয়রের সঙ্গে আলোচনা করতে গত সোমবার রাতে নগর ভবনে গিয়েছিলেন গৃহায়ণ কর্তৃপক্ষের ছয় কর্মকর্তা। আলোচনার সময় কথা কাটাকাটির জেরে মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জুবায়ের প্রকৌশলী আশ্রাফুজ্জামন পলাশকে থাপ্পড় মারেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে গৃহায়ণের কর্মকর্তা-কর্মচারীরা গত মঙ্গলবার কর্মবিরতি পালন করেন। পরে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন দুপুরে সাংবাদিকদের বলেন, মারধর নয়, ‘বেয়াদবি করায়’ তিনি ‘বকাঝকা’ করেছেন। পাল্টা কর্মসূচি হিসেবে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা গতকাল বুধবার সকাল ৯টা থেকেই প্রেস ক্লাবের সামনে জড়ো হন। কয়েকশ পরিচ্ছনকর্মীও তাদের কর্মসূচিতে যোগ দেন। গুরুত্বপূর্ণ দুটি সড়কের একপাশ বন্ধ করে মানববন্ধন ও সমাবেশ করেন তারা। করপোরেশনের কাউন্সিলরদের মধ্যে আনজুমান আরা বেগম, গিয়াস উদ্দিন, মনোয়ারা বেগম মনি, এফ কবীর আহমদ মানিক, শৈবাল দাশ সুমন, আবদুল কাদের, গোলাম মোহাম্মদ জুবায়ের, সিটি করপোরেশন ঠিকাদার সমিতির সভাপতি এস এম শফিউল আলম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, সিটি করপোরেশন স্কুলের শিক্ষক নজরুল ইসলাম, সিবিএ সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, শ্রমিক লীগ নেতা শফর আলী কর্মসূচিতে উপস্থিত ছিলেন। গৃহায়ণের প্রকৌশলী আশ্রাফুজ্জামান পলাশকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা না হলে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ কঠোর কর্মসূচি দেবে বলে হুশিয়ার করা হয় মানববন্ধনে।