সর্বশেষ সংবাদ
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে শিশুদের লাইব্রেরী মুখি করতে এবং মেধা ও সৃজনশীল বিকাশের লক্ষ্যে জেলা সরকারী গণগ্রন্থাগারে শিশুদের টয় ব্রিকস গেইম চালু হয়েছে। ১৬ নভেম্বর শনিবার বিকেলে টয় ব্রিকস গেইমের প্রথম দিন বেশ কযেক জন শিশু এসে এ গেইমে অংশ নেয়। এসময় লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিমসহ শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে গ্রন্থাগার অধিদপ্তর ও ব্রিটিশ কাউন্সিলে যৌথ উদ্যোগে লাইব্রেরি আনলিমিটেড প্রকল্পের আওতায় গত ৬ নভেম্বর এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এরই ধারাবাহিকতায় লাইব্রেরীতে প্রতিমাসের দ্বিতীয় ও শেষ শনিবার বিকেল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত শিশুরা এসে টয় ব্রিকস দিয়ে লাইব্রেরিতে সংগৃহিত গল্প এবং ছবির বই দেখে খেলার ছলে তাদের মেধা ও সৃজনশীল বিকাশে বিভিন্ন স্ট্যাচু, খেলনা, অবকাঠামোসহ নানা সামগ্রী তৈরী করবে।