সর্বশেষ সংবাদ
সাইফুল ইসলাম
বকশীগঞ্জ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
গত ৫ অক্টোবর রাত্র ৮ঘটিকায় বকশীগঞ্জ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ মজিবর রহমান তালুকদার শাহীন। বকশিগঞ্জ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রেখেছেন সাধারণ সম্পাদক মোঃ শাহীন সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুর রহমান সুজন, কোষাধ্যক্ষ বাদল চন্দ্র সেন, সদস্য মোঃ জাকিউল হক সোহেল মাস্টার, শহীদুর রহমান। এসময় সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ নূরুল আমিন, মোক্তার হোসেন, মমতাজ উদ্দিন, আসমত আলী, মোফাজ্জল হক সহ অনেকেই। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান।