ঢাকা   মঙ্গলবার ২১ মে ২০১৯ | ৭ জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  আজ ঢাকায় আসছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী (জাতীয়)        নিরাপদ খাদ্যের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না: হাইকোর্ট (জাতীয়)         ধান পোড়ানোর ঘটনা পরিকল্পিত: খাদ্যমন্ত্রী (জাতীয়)        মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে বৈঠক চলতি মাসেই (জাতীয়)        খালেদাকে কেরাণীগঞ্জ কারাগারে স্থানান্তরে বিএনপির খুশি হওয়ার কথা: তথ্যমন্ত্রী (রাজনীতি)         সরকার মাদক নিয়ন্ত্রণে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী (জাতীয়)        ঢাকায় শিশু হাসপাতালের শৌচাগার থেকে নবজাতক উদ্ধার (ঢাকা)        চিকিৎসার জন্য লন্ডন গেলেন রাষ্ট্রপতি (জাতীয়)        মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নানামুখী উদ্যোগ (বিবিধ)        চিকিৎসক-নার্সদের ঢাকায় বদলির তদবির গ্রহণ করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী (জাতীয়)      

শেরপুরে নিরাপদ সড়ক দিবস পালিত

Logo Missing
প্রকাশিত: 11:35:55 pm, 2018-10-22 |  দেখা হয়েছে: 1 বার।

শেরপুর প্রতিনিধি : ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে জাতীয় সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ২২অক্টোবর সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)’র যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়। সকালে জেলা কালেক্টরেট ভবন চত্বর থেকে র‌্যালীর উদ্বোধন করেন, জেলা প্রশাসক আনারকলি মাহবুব। এ সময় তিনি বলেন, নিরাপদ সড়ক গড়তে সকলের সম্মিলিত উদ্যোগ নিতে হবে। সম্পদ ও প্রাণহানী কমাতে চালক ও জনগণকে সচেতন ও সতর্ক হতে হবে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। এখানে আয়োজিত আলোচনা সভায় সভাপত্বি করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোর্শেদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, জেলা ট্রাক ও ট্যাংকলড়ি ও কভারভ্যান মালক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল হাই, জিআরটিএ’র শেরপুর সার্কেল’র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন। আবু রায়হানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বাস-মিনিবাস চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নান, জেলা মাইক্রোবাস চালক-শ্রমিক সভাপতি শামীম হোসেন, জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ফারুক আহমেদ, জেলা অটোরিক্সা-অটোটেম্পু চালক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রহমত আলী প্রমূখ। ওই সময় সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও স্বাউটস সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যাক চালক শ্রমিক উপস্থিত ছিলেন। এ দিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেলা স্কাউটস’র উদ্যোগে এক সচেতনতা মূলক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আনার কলি মাহমুদ। ওই সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোর্শেদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, জেলা স্কাউটস’র এর সাধারন সম্পাদক আয়ূব আলী, পেসক্লাব’র সাধারন সম্পাদক মেরাজ উদ্দিনসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।