সর্বশেষ সংবাদ
ইসলামপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ মোজাফফর) এর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার বিকালে উপজেলার খড়মা বাজার প্রাঙ্গণে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল আওয়ামী পাটি’র কেন্দ্রীয় কমিটি’র সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটি’র সংগঠনিক সম্পাদক শফিক আহম্মদ খান, কেন্দ্রীয় কমিটি’র সদস্য দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ আসনের বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পাটি’র এমপি প্রার্থী সুরুজ্জামান,জামালপুর জেলা কমিটি’র সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম,দেওয়ানগঞ্জ থানা কমিটি’র সাধারণ সম্পাদক সুলতান মিয়া,সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ন্যাশনাল আওয়ামী পাটি’র দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন শাখার সভাপতি দুলাল মিয়া।